বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কোতোয়ালি থানার অদূরে ব্যস্ত সড়কে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন মানিক (২৫) খুন হওয়ার ঘটনায় গতকাল (সোমবার) হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় খুনের দিন ঘটনাস্থল থেকে আটক মোহাম্মদ রানাসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ বলেন, হত্যাকাÐের শিকার ইব্রাহিম হোসেন মানিকের স্ত্রী বাদি হয়ে মামলাটি করেন। এতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত রানাকে গতকাল মহানগর হাকিমের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ মঙ্গলবার রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করার কথা রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক নুর আহমদ বলেন, রানাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।