পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : রিহ্যাব ফেয়ার-২০১৬ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ চূড়ান্ত হয়েছে। রিহ্যাব ফেয়ারে এ বছর ১৭৫টি স্টল থাকছে। আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী এ ফেয়ার অনুষ্ঠিত হবে।
গত রোববার স্টল বরাদ্দ দেয়া অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (১ম) লিয়াকত আলী ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরীসহ রিহ্যাব পরিচালনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২১ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।