Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অতুলনীয় মাত্রায় প্রতিক্রিয়া দেখবে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া হুঁশিয়ার করে বলেছে, উত্তর কোরিয়া যদি তাদের সপ্তম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় সেক্ষেত্রে পিয়ংইয়ং ‘অতুলনীয়’ মাত্রার প্রতিক্রিয়া দেখবে। ২০১৭ সালের পর আর না করলেও উত্তর কোরিয়া শিগগিরই তাদের পারমাণবিক বোমার পরীক্ষা ফের শুরু করতে যাচ্ছে বলে অনুমান ওয়াশিংটন ও এর মিত্রদের। “উত্তর কোরিয়া যদি তাদের সপ্তম পারমাণবিক পরীক্ষা নিয়ে অগ্রসর হয়, তাহলে অতুলনীয় মাত্রার প্রতিক্রিয়া দেখানো যে প্রয়োজন হয়ে পড়বে সে বিষয়ে আমরা সম্মত হয়েছি,” টোকিওতে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রথম সহকারী পররাষ্ট্রমন্ত্রী চো হিউন-ডং এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ সম্মেলনে চো-র সাথে জাপানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকিও মোরি ও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানও ছিলেন। “আমরা উত্তর কোরিয়ার প্রতি বেপরোয়া ও এই অঞ্চলের অস্থিতিশীলতা প্রকট করবে এমন আরও উসকানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এখানে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার মতো কিছু ঘটলে তা পুরো বিশ্বের নিরাপত্তার ওপরই প্রভাব ফেলে,” বলেছেন শেরম্যান। “পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহার যে বিশ্বকে অবিশ্বাস্য রকমের বদলে দেবে, নিরাপত্তা পরিষদের সকলেই তা বুঝবে বলেও আমাদের আশা,” পিয়ংইয়ংয়ের দুই মিত্র রাশিয়া ও চীনকে ইঙ্গিত করে বলেন এ মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ২০০৬ সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। তারপর থেকে এবারই প্রথম রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দেওয়ার একটি মার্কিন প্রস্তাবে ভিটো দিয়েছে। চলতি বছর উত্তর কোরিয়া নজিরবিহীন গতিতে তাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়ে যাচ্ছে, এরই মধ্যে দেশটি দুই ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার একটি জাপানের উপর দিয়ে উড়েও গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতুলনীয় মাত্রায় প্রতিক্রিয়া দেখবে উত্তর কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ