Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ষোলয় বার্সার বাধা পিএসজি

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের নিয়নে গতকাল হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ড্র। ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার এই লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসাবে পেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার বাধা ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শেষ ছয়বারের নকআউট পর্বের ভাগ্য পরীক্ষায় পঞ্চমবারের মত বায়ার্ন মিউনিখের মুখোমুখি আর্সেনাল। প্রথম আসরেই প্রথম পর্ব পেরুনো লেস্টার সিটির প্রতিপক্ষ টানা তিনবারের ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পেয়ে খুশি রিয়াল মাদ্রিদ ডিরেক্টর এমিলিও বুত্রাগুয়েনো, ‘প্রথম খেলা আমাদের নিজেদের মাছে। পরিচিত পরিবেশে আমরা ভালো ফল করে তাদের মাঠে খেলার সুযোগ পাব আমরা। আমার মনে আছে ১৯৮৭ সালে নাপোলির মুখোমুখি হয়েছিলাম আমরা যখন সেই দলে ছিল ম্যারাডোনা। ম্যাচটা খুব কঠিন ছিল।’ আগামী ১৪-১৫ ও ২১-২২ ফেব্রæয়ারি প্রথম লেগে পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। দ্বিতীয় লেগের লড়াই হবে ৭-৯ ও ১৪-১৫ মার্চ।
শেষ ষোল’তে মুখোমুখি

ম্যানচেস্টার সিটি সিটি : মনাকো
রিয়াল মাদ্রিদ : নাপোলি
বেনফিকা : বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ : আর্সেনাল
পোর্তো : জুভেন্টাস
লেভারকুসেন : অ্যাটলেটিকো মাদ্রিদ
পিএসজি : বার্সেলোনা
সেভিয়া : লেস্টার সিটি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ