নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা। গতকাল ফাইনালে মীরকাদিম পৌরসভাস্থ রিকাবি বাজারের গ্রীন ওয়েলফেয়ার মাঠে সিরাজদিখান উপজেলা কে ৪ উইকেটে হারায় সদর। প্রথমে ব্যাট করে ১১৬ রান তোলে সিরাজদিখান। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছায় সদর। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলার অধিনায়ক সবুজ। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান সদরের রোকনুজ্জামান হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম, এডিম এ কে এম শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহা. হারুন-অর-রশীদ। এছাড়াও এই আসরের ছয় উপজেলার ইউএনও, বিশিষ্ট ক্রীড়াবীদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।