মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের ওপর বাশার আল-আসাদ বাহিনী এবং রুশ হামলার কড়া সমালোচনা করেছেন সউদি বাদশাহ সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। সিরীয় সঙ্কট নিয়ে গত মঙ্গলবার এক ফোনালাপে তারা এ সমালোচনা করেন। প্রেসিডেন্ট এরদোগানের অফিস থেকে জানানো হয়েছে, আলেপ্পোর দক্ষিণে রুশ এবং বাসার বাহিনীর হামলাকে এ দুই রাষ্ট্রপ্রধান উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন। সিরিয়ার সরকারি বাহিনীর উপর্যুপরি হামলায় আলেপ্পোয় মানবিক বিপর্যয় দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। আসাদ যতদিনে ক্ষমতায় থাকবেন ততদিনে সিরীয় সঙ্কটের কোনো সমাধান হবে না বলেও তারা মত ব্যক্ত করেন। এর দ্রুত সমাধানে পৌঁছতে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপরে আসাদ সরকারের হামলা বন্ধ এবং অবরোধ তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে কুর্দি মিলিশিয়া পিওয়াইডির হামলা এবং এর জবাবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণের ঘটনা নিয়েও আলোচনা করেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।