Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটিপি বাধ্যতামূলক সব ধরনের অর্থায়নে

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতা কারখানায় বর্জ্য শোধনাগার-ইটিপি স্থাপন ও তা সবসময় চালু রাখা বাধ্যতামূলক করেছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনবেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় পরিবেশ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের সকল ধরনের অর্থায়নের সময় প্রযোজ্য ক্ষেত্রে সম্ভাব্য ঋণগ্রহীতা কর্তৃক বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপন ও সবসময় তা চালু করার বিষয়টি আবশ্যিকভাবে নিশ্চিত করবে। এ নির্দেশনা বিদ্যমান সকল অর্থায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা ও আর্থিক প্রতিষ্ঠান আইনের ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ