পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ-উল-আলম ম-ল গতকাল শনিবার নরসিংদী সফর করেছেন। সফরকালে তিনি দুপুর ১২টায় শিবপুরের কারারচরে থামেক্স গ্রুপ লি. এর সেন্ট্রাল বর্জ্য শোধনাগার (ইটিপি) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন থামেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আলমগীর, ঢাকা জেলা উপ-পরিচালক মো. আব্দুল হাই এবং নরসিংদী কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুস সালাম সরকার। উদ্বোধনের পর তিনি থামেক্স গ্রুপের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আবদুল কাদির মোল্লা, মহাপরিচালককে ইটিপি ও তার স্থাপনাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তর নরসিংদীর কার্যালয় পরিদর্শন করেন। এখানকার কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।