Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য ইরানে আঙ্গুর উৎসব পালিত হয় যেভাবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৪:১৪ পিএম

ইরানের কেন্দ্রীয় মারকাজি প্রদেশের হাজাভেহে বর্তমানে আঙ্গুর এবং আঙ্গুর থেকে তৈরি পণ্য সামগ্রীর উৎসব চলছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি দুই বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার স্থানীয় কর্মকর্তা মাসুমেহ হোসেনখানি এই তথ্য জানান। ব্যাখ্যা করে তিনি বলেন,

বেসরকারি খাত আয়োজিত এই উৎসবে ৭০টি বুথ রয়েছে। এসব বুথ থেকে গ্রামবাসীদের জন্য আঙ্গুর পণ্য সরবরাহ করা হয়।

হোসেনখানি বলেন, উৎসবটির শেষ আসরে ৭০ বিলিয়ন রিয়াল (২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার) এর বেশি বিক্রি রেকর্ড হয়েছে। এই বছর বিক্রি শত বিলিয়ন রিয়ালে (৩ লাখ ৩৪ হাজার ডলার) পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মারকাজি প্রদেশকে ইরানের শিল্প রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও, প্রদেশটি প্রাকৃতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় আকর্ষণে সমৃদ্ধ।

ফারহান, সারুগ, লিলিভান, সেনেজান এবং ভাফসহ শহরে তৈরি হাতে বোনা কার্পেট এবং কিলিম আন্তর্জাতিকভাবে পরিচিত।

সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঙ্গুর উৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ