Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসচেতনতামূলক ফিলারে পূর্ণিমা ও রওনক

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা রওনক হাসান। মাত্র ৫ মিনিট ব্যাপ্তির একটি জনসচেতনতামূলক ফিলারে তারা অভিনয় করেছেন। গরিব দুখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়- এমন ¯ে¬াগান নিয়ে নির্মিত হয়েছে ফিলারটি। লিগ্যাল এইড ও ইউএনডিবি যৌথভাবে এই ডকুড্রামাটি তৈরি করেছে। বাংলাদেশে টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে। পরিচালনা করেছেন টুকু মজনিউল। গত শুক্রবার এর দৃশ্যধারণ হয়েছে পুবাইল ও গাজীপুরে। রওনক জানান, ফিলারটিতে আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আমাকে যৌতুক গ্রহণকারী ও স্ত্রী নির্যাতনকারী স্বামী হিসেবে দেখানো হলেও একটি বার্তা পৌঁছে দেয়ার কাজ করেছি। রওনক আরও জানান, পূর্ণিমা সঙ্গে এটি তার প্রথম কাজ। বেশ উপভোগ্য ছিল কাজের সময়টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ