বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরী পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা ও ফুটপাত দলখমুক্ত রাখার এ কার্যক্রমটি সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার সকালে নগরীর আলুপট্টি মোড় হতে ফুটপাত দখলমুক্ত এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনাকালে তিনি এ আহবান জানান। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সবুজ পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন।
পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা সৃষ্টিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। জনসচেতনতামূলক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, মাইকিং, মসজিদে মুসল্লিদের অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রচার, ভ্রাম্যমান অভিযান পরিচালনা, লিফলেট বিতরণ, ডাস্টবিন বিতরণ অব্যহত রয়েছে। ফুটপাত পরিদর্শনকালে মেয়র ব্যবসায়ীদের মালামাল নিজ দোকানের মধ্যে রেখে ব্যবসা করতে অনুরোধ জানান। ফুটপাত দখল করে যারা দোকান বসিয়েছেন এবং যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে নাগরিকদের হাটার জন্য ফুটপাত ছেড়ে দোকান বসাতে নির্দেশ দেন। যত্রতত্রভাবে গাড়ী পার্কিং না করার বিষয়ে সতর্ক করে সংশ্লিষ্ট গাড়ীর চালকদের সতর্ক করেন। এছাড়াও রাস্তায় অবৈধভাবে গাড়ী পার্কিং বিষয়ে ট্রাফিক বিভাগকে আরো দায়িত্বশীল হবার নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।