Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, ৪ কিলোমিটার জুড়ে যানজট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৫:১৪ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের দড়িকান্দি এলাকায় ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়েছে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ঢাকায় প্রবেশের পথে একটি লেন যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একপাশ বন্ধ আছে। আরেক পাশের একটি লেন চালু করা গেছে। যেখানে তিনটি গাড়ি যেতে পারে, সেখানে এক লেনে এখন একটি করে গাড়ি যেতে পারছে।
রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে আনুমানিক ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান শেখ বিল্লাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ