Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে প্রবলবর্ষণে জনজীবন অচল ঃ ব্যবসায়ীদের মাথায় হাতঃ দিনভর বিদ্যুৎ নেই

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৫:২০ পিএম

গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে আজ সোমবার দিনভর আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় ফলে জনসাধারণ ঘর হতে বের হতে পারছেনা । ভোর হতে দিনভর বৃষ্টি ও হালকা ঝড়ের ফলে জনজীবন অচল হয়ে পড়েছে । সরকারি ও বেসরকারী অফিস ,স্কুল ,কলেজ ও মাদরাসা গুলোতে উপস্থিতি কম ছিল । বৃষ্টির সাথে সাথে ঠান্ডা হাওয়ার ফলে শীতের আমেজ শুরু হয়ে গেছে । উপজেলার প্রধান সাপ্তাহিক বিশাল বড় বাজার ছিল সোমবারের সালটিয়ার হাট । বৃষ্টির দরুন সোমবারের বাজারে ক্রেতা-বিক্রেতার নেই বললেই চলে । আবাহাওয়া খারাপ থাকার ফলে ব্যবসায়ীদের সংসারে ঘোর অন্ধকার নেমে এসেছে । গফরগাঁও নতুন বাজারের মনিহারির দোকান মোঃ স্বপন মিয়া জানান , ভাইরে সাপ্তাহিক সোমবারের বাজারে বেচা কেনা হয়নি । ফলে আর্থিক ভাবে চরম লসে পড়ে গেছি । অন্য দিকে ভোর হতে সোমবার রাত পর্যন্ত পিডিবি ও পল্লী বিদ্যুত উপজেলা সদর ও গ্রাম এলাকায় নেই বললেই চলে । এতে করে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । অসময়ের বৃষ্টির দরুন শীতকালীন শাকসবজি ও চলতি মৌসুমের আমন ধানের ক্ষতি হয়েছে বেশী । গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের চরমছলন্দ মুক্তিযোদ্ধা মোড়ের কৃষক মোঃ মুর্শিদ মিয়া জানান, ভাইরে অসময়ের বৃষ্টিরদরুন আমার শীতকালিন শাকসবজির ফসল সর্ম্পুণ ভাবে নষ্ট হয়ে গেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ