মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্লোরিডায় হারিকেনের তা-বে একজনের প্রাণহানি : জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেনের আঘাত এনেছে। এতে নিহত হয়েছে একজন। এ হারিকেনে বিপর্যস্ত হয়েছে বিশাল অঞ্চল। প্রায় ৩ লক্ষাধিক বাড়ি এবং প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে গত শনিবার এ তথ্য জানানো হয়েছে। হারিকেনটি দুর্বল হয়ে এখন উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে ফ্লোরিডা রাজ্যজুড়েই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরাজ্যে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ায় এবং বৃষ্টিপাত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত পানি বিভিন্ন স্থানে আটকে থাকায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন লেগে যেতে পারে। জাতীয় পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ফ্লোরিডার সিডার কি শহরে ৯ দশমিক ৫ ফুট পর্যন্ত উচ্চতায় পানি উঠে গেছে। এর আগে এখানে এত উঁচুতে কখনো পানে ওঠেনি। অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি কুটিরে এক ব্যক্তি ঘুমিয়ে থাকা অবস্থায় সেটি ধসে পড়ে এবং এতে চাপা পড়ে তার মৃত্যু হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রে হারিকেন হারমাইন কবলিত ফ্লোরিডায় ৫১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়। প্রায় ১১ বছর পর আবার কোনো হারিকেন ফ্লোরিডায় আঘাত হানল। গত শুক্রবার ভোরে ওয়ান ক্যাটাগরির হারিকেন হারমাইন ফ্লোরিডা উপকূলের ওপর দিয়ে বয়ে যায়। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রকা- জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, সেইসঙ্গে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, দুই ঘণ্টা তা-ব চালানোর পর হারিকেন হারমাইন কিছুটা শক্তি হারিয়ে গ্রীষ্মম-লীয় ঝড়ে পরিণত হয়ে জর্জিয়ার দিকে অগ্রসর হয়। জর্জিয়ায় আঘাত হানার পর এখন সেটি ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডার টেইলর কাউন্টি পুলিশ জানায়, হারমাইনের আঘাতে সেখানে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।