Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেওবন্দসহ ৩০৭ মাদরাসাকে বেআইনি ঘোষণা যোগি সরকারের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ২:২৭ পিএম

ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত দারুল উলুম দেওবন্দসহ ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই মাদরাসাগুলো একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে যোগি প্রশাসন।

মাদরাসাগুলোর যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসন রিপোর্ট দেয় সরকারকে। জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ভরত লাল গোন্দ বলেন, 'সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদরাসা বেআইনি। এছাড়াও এর মধ্যে দারুল উলুমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।' খবর টাইমস অব ইন্ডিয়ার

ভরত আরও জানান, 'মাদরাসাগুলোর কার্যক্রম, কারা তা পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে জেলা প্রশাসন, এরপরই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদরাসাগুলো নিয়ে খোঁজখবর করা হয়।'

জানা গেছে, জেলা প্রশাসনে নথিবদ্ধ মাদরাসার সংখ্যা ৭৫৪টি। এর মধ্যে ৬৬৪টি মাদরাসায় পঞ্চম শ্রেণি অবধি পড়ানো হয়। ৮০টি মাদরাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। দশটি মাদরাসা মাধ্যমিক যোগ্যতামানের।

গত মাসে মাদরাসাসহ উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষাকেন্দ্রগুলোতে সমীক্ষার নির্দেশ দেয় যোগি সরকার। তারপরই ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা করা হল।

চলতি বছরে মাদরাসাসহ রাজ্যের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে যোগি প্রশাসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যোগি সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ