Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাম, ত্রিপুরায় রেড এলার্ট জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১১:০৮ এএম | আপডেট : ১১:১৭ এএম, ২৪ অক্টোবর, ২০২২

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। আর এর জের ধরে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বেশ ভালো প্রভাব পড়তে পারে ত্রিপুরায়। ২৪ ঘণ্টায় সর্বাধিক ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে সেই রাজ্যে।

ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে রেড এলার্ট জারি করা হয়েছে। এই আবহে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ত্রিপুরায়। এক সপ্তাহের জন্য সমস্ত সরকারি কর্মীর ছুটিও বাতিল করে দেয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও অরুণাচলপ্রদেশে।

এদিকে আসামের কাছার, করিমগঞ্জ ও হাইলাকাণ্ডিতে রেড এলার্ট জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলোতে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরবেলাই বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দ্বীপের মাঝামাঝি কোনো স্থানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দাপটে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া দিতে পারে।

ভারতীয় 'মৌসম ভবনের' তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেড এলার্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ