Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের প্রতি জাতিসংঘের বিশেষজ্ঞদের সতর্কতা

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনকে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। কিম এবং তার কর্মকর্তারা মানবতাবিরোধী কোনো অপরাধ করলে এবং তা প্রমাণ হলে তাদের দোষী সাব্যস্ত করা হবে। এ বিষয়ে তারা যেন অবগত থাকেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশেষ দূত মারজুকি দারসমান জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে যেন দাপ্তরিকভাবে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। উল্লেখ্য, দারসমান এ সংক্রান্ত ১৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছেন। তা গত সোমবার সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আইন অনুযায়ী, মানবতাবিরোধী যে কোনো অপরাধে অধঃস্তনরা জড়িত থাকলে, সেনাবাহিনীর কমান্ডার এবং বেসামরিক ঊর্ধ্বতনরা তাদের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণে অবহেলার জন্য এবং অপরাধ দমনে অপারগতার জন্য দায়ী থাকবেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিমের প্রতি জাতিসংঘের বিশেষজ্ঞদের সতর্কতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ