Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে কনকনে শীত

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : জেলার সর্বত্র হাড় কাঁপানো শীত পড়েছে। জানা যায়, এ জেলায় ১০ থেকে ১১ তাপমাত্রা উঠানামা করছে। রবিবার তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের উচ্চ আবহাওয়া পর্যবেক্ষক মো. জাকির হোসেন সূত্রে জানায়- সবনি¤œ তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস এবং বিকাল ৩ ঘটিকায় বাতাসে আদ্রর্তা ছিলো ৫৪%। শনিবার থেকে তেঁতুলিয়ায় শীতের প্রকৌপ অনেকটা বেড়েছে। আর ক’দিন পরেই আগমন হচ্ছে পৌষ ও মাঘ শীত ঋতুর। কিন্তু শীত ঋতুর শুরুতেই তেঁতুলিয়ায় উত্তর-পশ্চিমের হিমেল বাতাসের সংগে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে ধেয়ে আসছে ঘন কুয়াশা। রাস্তা-ঘাট ঘন কুয়াশায় যেনো ঢাকা পড়ছে। তবে শীত ঋতু আগমনের আগেই এবার কনকনে তীব্র শীতের আভাস দিচ্ছে। আকাশে বাতাসের সংগে ঘন কুয়াশা যেনো চারদিক ঢেকে নিচ্ছে। আর কনকনে শীত যেনো সাধারণ মানুষের শরীরের হাঁড়ে ভিত করছে। যারা সকালে হালকা-কাপড় চোপড় পড়ে অফিস, আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষা-প্রতিষ্ঠানে এসেছিল তাদের তড়িঘড়ি করে বাড়ি ফিরতে দেখা গেছে। দুপুরের পর যারা নিতান্ত প্রয়োজনে হাটবাজারের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছে তারা একাধিক মোটা কাপড় চোপড় পড়েছে। হাঁড় কাপানো শীতের প্রাদূর্ভাপ দেখে শীত নিবারনের জন্য গরীব দুঃখী ও ছিন্ন মানুষের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে। এরই সুযোগে পুরাতন ও গরম কাপড়ের দোকান গুলো প্রতিটি কাপড়ে দাম বাড়িয়েছে। এদিকে শীতের প্রকৌপ বৃদ্ধিতে মহানন্দা নদীর পাথর শ্রমিকরা বরফ শীতল পানিতে নূঁড়ি পাথর সংগ্রহ করতে পারছে না। কনকনে শীতের কারণে পাথর সোটিং, নেটিং ও ক্রাসিং কাজে নিয়োজিত শ্রমিকদের দুভোর্গ বেড়েছে। শীতের কারণে মহাসকড়ে চলমান যানবাহনে পথচারী ও যাত্রীর সংখ্যা কমার কারণে গাড়ীগুলো অনেকটা ফাঁকা চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই জনসাধারণকে বাড়ি ফিরতে দেখা গেছে। ফলে হাট-বাজারে জনসমাগম কম হওয়ার পাশাপাশি রাস্তা-ঘাট জনশূণ্য হয়ে পড়ে। হঠাৎ করে শীতের প্রকৌপ বৃদ্ধিতে জনসাধারনের জীবন-জীবিকা থমতে যাওয়ার উপক্রম হয়েছে। এলাকার প্রবীন লোকজন বলছেন অন্যান্য বারের তুলনায় এ মৌসূমে এ অঞ্চলে তীব্র শীতের প্রাদূর্ভাব বাড়তে পারে। রবিবার সকাল হলে ঘনকুয়াশায় রাস্তা-ঘাটে লোকজন চলাচল কম দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

৩১ জানুয়ারি, ২০২৩
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ