Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় ৪ সহস্রাধিক আদিবাসী নারী নিহত অথবা নিখোঁজ

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডায় নিহত অথবা নিখোঁজ আদিবাসী নারীদের সংখ্যা পূর্বে যা উল্লেখ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে দেশটির সরকার। এ সংখ্যা ৪ সহস্রাধিক হতে পারে বলে দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৯৮০ থেকে ২০১২ সাল পর্যন্ত ১২০০ আদিবাসী নারী নিখোঁজ অথবা খুন হয়েছে। এ ঘটনায় গত বছরের প্রথম দিকে নিখোঁজ হওয়া নারী পরিবারের সদস্যরা অন্টারিওতে একত্রিত হয়ে এ ধরনের হত্যা ও নির্যাতন বন্ধ করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এরপরই নড়েচড়ে বসে সরকার। গত বছর এপ্রিলে বিবিসি পরিচালিত এক তদন্তে দেখা গেছে, প্রতিবছর প্রায় অর্ধশত আদিবাসী নারী নিখোঁজ হয়। পরে তাদের মৃতদেহ রেড নদীতে পাওয়া যায়। দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী এসব ঘটনায় গণতদন্তের আশ্বাস দিয়েছিলেন। গত মঙ্গলবার কানাডার নারী বিষয়ক মন্ত্রী প্যাটি হাজডু জানিয়েছেন, নিখোঁজ ও নিহত নারীর সঠিক সংখ্যা সর্বোচ্চ চার হাজার হতে পারে। তিনি বলেন, এ ব্যাপারে সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে এ ব্যাপারে আদিবাসী নারীদের সংগঠন নেটিভ ওম্যান’স অ্যাসোসিয়েশন অব কানাডার (এনডব্লিউএসি) এর আগে নিহত নারীদের সংখ্যা চার হাজার বলে জানিয়েছিল তিনি তার দিকেই ইঙ্গিত দিয়েছেন। আদিবাসী সম্পর্ক বিষয়ক মন্ত্রী কারোলিন বেনেট বলেন, ওই সব আলোচনায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেছে মন্ত্রণালয়। তাদের বিশ্বাস নিখোঁজ ও নিহত আদিবাসী নারীদের সংখ্যা ১২০০ এর বেশি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায় ৪ সহস্রাধিক আদিবাসী নারী নিহত অথবা নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ