Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে হানিফ

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : হলুদ সাংবাদিকতা যেমনি পরিহার করতে হবে, তেমনি মিডিয়ায় কোনো নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই রিয়েক্ট করতে হবে এমনটি ঠিক না। জননেত্রী শেখ হাসিনার সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী। তাই দেশের প্রতি দ্বায়বদ্ধতা থেকেই দলমত নির্বিশেষে সকল সাংবাদিকের উচিত উন্নয়নে কাজ করা।
গতকাল রোববার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বারের সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী, স্বাচিপ নেতা ডা. আমিনুল হক রতন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর।
হানিফ এ সময়, বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, উনি প্রেসিডেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছেন জামায়াতকেও সংলাপে ডাকতে হবে। বেগম জিয়া এর মাধ্যমে আবার প্রমাণ করলেন, তিনি এ দলটি ছাড়া চলতে পারেন না। বেগম জিয়া কোনো কালেই এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। কারণ তিনি এ দেশের মাটিতে জন্ম নেননি। তাই এ দেশ ও জনগণের প্রতি তার কোনো দ্বায়বদ্ধতা নেই।  
প্রধান অতিথি হানিফ এ অনুষ্ঠানে আরো বলেন, যারা দেশকে ধবংস করতে চায়, যারা দেশের মানুষের বিরুদ্ধে কর্মসূচি দেয় তাদের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরতে হবে। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন বলেই দেশের মানুষ অনেক সুবিধা পায়। তাই সাংবাদিকরা যাতে সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ