Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে : হানিফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৭:২৬ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতি বিএনপি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এবং উন্নয়নবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য জনসম্মুখে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জেলার রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব- উল আলম হানিফ বলেন, দেশ যখন উন্নয়নে সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন একাত্তরের প্রেত্মাতারা মাথা চাড়া দিয়ে ওঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে এদেরকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে জনগণ। এজন্য এই দলটির মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে। দেশের সব উন্নয়ন ও ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ