Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের বিরোধিতায় ক্রোয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ২:৪৭ পিএম

মঙ্গলবার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন যে, তিনি তার দেশে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের বিরোধিতা করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই ধারণাকে সমর্থন করি না কারণ আমি ক্রোয়েশিয়াকে কোনভাবেই এই যুদ্ধে জড়াতে দিতে চাই না। কমান্ডার-ইন-চিফ হিসাবে, আমি এটি অনুমোদন করি না।’

মিলানোভিচ বলেছেন, তিনি মনে করেন যে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের মিশন বেশ কয়েকটি ইইউ দেশে গুরুতর প্রভাব ফেলতে পারে। ‘আমি এটা পছন্দ করি না। এটি ক্রোয়েশিয়ায় যুদ্ধ নিয়ে আসতে পারে,’ তিনি বলেন।

প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংঘাত থেকে ‘রাজনৈতিক ভঙ্গি এবং নিম্ন নৈতিকতার লোকেদের বেশি লাভ’ হচ্ছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ