Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:৩৯ পিএম

লাটভিয়া ও লিথুয়ানিয়ার পর রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিল এস্তোনিয়া। মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টে পাস হয় এ সংক্রান্ত বিল।

১০১ সদস্যের আইনসভায় ৮৮ জন এমপি বিলটির সমর্থনে ভোট দিয়েছে। অনুপস্থিত ছিলেন ১০ জন। ভোটদানে বিরত ছিলেন তিনজন। ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির নিন্দা জানান এস্তোনিয়ার আইনপ্রণেতারা। ভোটাভুটি শেষে বিবৃতি প্রকাশ করে দেশটি।

বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশন সন্ত্রাসবাদে সমর্থন দেয়। দাবি করা হয়, পরমাণু হামলার ঝুঁকি তৈরি করছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। যা সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে সবচেয়ে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এর আগে গত মে মাসে রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় লিথুয়ানিয়া। গেলো আগস্টে একই পদক্ষেপ নেয় প্রতিবেশী লাটভিয়া।



 

Show all comments
  • সংগ্রাম চলবে ১৯ অক্টোবর, ২০২২, ১:১৩ পিএম says : 0
    পৃথিবীর সবচেয়ে বড় সস্ত্রাসী আমেরিকা সারা পৃথিবীকে নিজেদের মনে করে।"গাঁয়ে মানেনা আপনে মোড়ল"
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এস্তোনিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ