Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র নয় সউদী আরবের প্রতি আবারও পাকিস্তানের সমর্থন ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১০:১৬ এএম | আপডেট : ১১:১৯ এএম, ১৯ অক্টোবর, ২০২২

তেলের সরবরাহ নিয়ে ওপেক প্লাসের সিদ্ধান্তের বিরুদ্ধের যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, 'বাজারের উত্থান-পতন এড়ানো এবং বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল নিশ্চিত করার জন্য সৌদি আরবের উদ্বেগের বিষয়টি আমরা মূল্যায়ন করছি।'

পাকিস্তানের পররাষ্ট্র দফতর আরো জানায়, আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ ধরনের বিষয়গুলো গঠনমূলকভাবে সমাধানকে উৎসাহিত করে পাকিস্তান।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সাথে আমাদের দীর্ঘস্থায়ী, টেকসই এবং ভ্রাতৃপ্রতীম সম্পর্কের বিষয়টি আমরা আবারো জোরালভাবে উল্লেখ করছি।

এর এক দিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে তেলের উৎপাদন হ্রাস করার মাধ্যমে রাশিয়ার প্রতি সমর্থন দিচ্ছে সৌদি আরব। কিন্তু সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, স্রেফ ব্যবসায়িক কারণে তারা তেলের উৎপাদন হ্রাস করেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস কার্টেল (এতে রাশিয়াও রয়েছে) নভেম্বর থেকে দৈনিক দুই মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার কথা ঘোষণা করেছে। এতে তেলের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, সৌদি আরবকে এই সিদ্ধান্তের জন্য মূল্য দিতে হবে। সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ