প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আব্দুন নূর তুষারকে সভাপতি এবং আনজাম মাসুদকে সাধারণ স¤পাদক করে গঠিত হলো প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ। গত ৮ ডিসেম্বরের এ প্লাটফর্ম গঠিত হয়। সংগঠন গড়ার কারণ হিসেবে আনজাম মাসুদ বললেন, সা¤প্রতিক মিডিয়া আন্দোলনে একাধিক আলোচনা ও সংগঠনের সাথে আমি কোনো না কোনোভাবে জড়িত। যখন সেইসব আলোচনায় নিজেদের কথা বলতে যাই, তখনই মনে হয় আমরা উপস্থাপকেরা তো ক্রমশ সংখালঘু সদস্যে পরিণত হয়ে যাচ্ছি। আমাদের নিজেদের কথা বলার কেউ নেই। কোনো প্লাটফর্ম নেই। এমনকি একদিন মামুনুর রশীদ ভাই বললেন, তোমাদের তো কোনো সংগঠন নেই। তাই নিজেদের তাগিদ থেকেই এই উদ্যোগ নিয়েছি। অনেকেই বলেছেন, আরো অনেক আগেই এ উদ্যোগ নেয়া উচিত ছিল। কারণ দেশের একাধিক চ্যানেলের কারণে পুরো উপস্থাপক পরিবারটিও অনেক বড় হয়ে গেছে এতদিনে। প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন তারা হলেনÑ আব্দুন নূর তুষার (সভাপতি), ফেরদৌস বাপ্পী (সহ-সভাপতি), খন্দকার ইসমাইল (সহ-সভাপতি), শারমীন লাকি (সহ-সভাপতি), ফারহানা নিশো (সহ-সভাপতি), আনজাম মাসুদ (সাধারণ স¤পাদক), নওশীন নাহরীন মৌ (যুগ্ম সাধারণ স¤পাদক), শফিউল আলম বাবু (যুগ্ম সাধারণ স¤পাদক), ফারজানা ব্রাউনিয়া (যুগ্ম সাধারণ স¤পাদক), দেবাশীষ বিশ্বাস (সাংগঠনিক স¤পাদক), আলিফ আলাউদ্দীন (অর্থ- স¤পাদক), সামিয়া আফরিন (দপ্তর স¤পাদক), নীরব খান (প্রচার ও প্রকাশনা স¤পাদক), সায়েম সালেক (সাহিত্য স¤পাদক), শান্তা জাহান (সাংস্কৃতিক স¤পাদক), সৈকত সালাহউদ্দিন (আন্তর্জাতিক স¤পাদক), আফরিন আহমেদ (আইন স¤পাদক ) মারিয়া নূর (ক্রীড়া ও বহিঃঅনুষ্ঠান স¤পাদক), মাসুমা রহমান নাবিলা (আর্কাইভ স¤পাদক) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেনÑ খায়ইরুল ইসলাম পাখি, তানভীর তারেক, রুমানা মালিক মুনমুন, শাহেদা পারভীন তৃষা, আমব্রিনা সারজিন আমিব্রিন, মৌসুমী বড়–য়া, পারিহা আক্তার লিমা, ইমতু রাতিশ, ইসমত জেরিন চৈতি, ইভান সাইর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।