পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে নিয়ে ব্যঙ্গ করায় জার্মান কৌতুকাভিনেতা ও টিভি উপস্থাপক ইয়ান বোয়েমেরমানের বিরুদ্ধে মামলা করেছিলেন এরদোগান। এবার সেই মামলার বিচার হবে বলে জানিয়েছে বিবিসি। ইয়ানের ব্যঙ্গের পর জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেল বিব্রত অবস্থায় পড়েন। তিনি প্রথমে ব্যাপারটাকে বাক প্রকাশের স্বাধীনতা হিসেবে উল্লেখ্য করলেও এখন জানিয়েছেন, কমেডিয়ান ইয়ান বোয়েমেরমানকে বিচারে তার কোন বাধা নেই। তবে সেই সিদ্ধান্ত নেবে আদালত।
উল্লেখ্য, কমেডিয়ান ইয়ান বোয়েমেরমান এরদোগানকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ করেন টিভিতে। সেখানে প্রেসিডেন্টেকে উদ্দেশ্য করে যৌনাত্মক ইঙ্গিতও দেয়া হয়েছিল। পরে ব্যাপারটা নিয়ে তোলপাড় হলে টানাপোড়েন শুরু হয় তুরস্ক আর জার্মানির সম্পর্কে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।