Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁসেঁ- দ্য লাস্ট ব্রেথ

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিরিন (সোনারিকা ভাদোরিয়া) একজন পেশাদার গায়িকা। মরিশাসের বেশ কয়েকটি নাইট ক্লাবে গান গেয়ে সে উপার্জন করে থাকে। তার সৌন্দর্যের তুলনা সে নিজেই। তার সৌন্দর্যের আকর্ষণে বিপুল অভ্যাগত আসে সেই সব নাইট ক্লাবে। আর সেজন্য তার বিপুল চাহিদা। ক্লাবে গানও গাওয়া কেবলই তার পেশা, একান্ত জীবনের সঙ্গে সে তার পেশাকে মেলায় না। সে ব্যক্তিগতভাবে কারো সঙ্গে দেখা করে না। রাতে পারফরম্যান্স শেষ হলেও সে বেমালুম হারিয়ে যায়। মানুষের সঙ্গে না মেশার তার আরো একটি কারণ আছে। কেউ যদি কখনো তার সঙ্গে দেখা করার জন্য বা পরিচিত হওয়ার জন্য পিছু নেয় তার ওপর নেমে আসে চরম আর ভয়ানক দুর্ভাগ্য। এমন করেই সম্পর্কে না জড়িয়ে মানুষকে এড়িয়ে তার জীবন চলছিল। এই সময় আসে অভয় (রজনীশ দুগগাল)। ব্যবসার কারণে মরিশাসে এসেছে অভয়। সন্ধ্যার পর সে আসে সেই নাইট ক্লাবে যেখানে শিরিন পারফর্ম করে। প্রথম দর্শনেই অভয় শিরিনের প্রেমে পড়ে যায়। অভয় তার অনুভূতির কথা তাকে জানায় কিন্তু শিরিন তাকে এড়িয়ে যায়। অভয়ও হাল ছাড়ার পাত্র নয়। সে সিদ্ধান্ত নেয় যে করণে শিরিন তাকে পাশ কাটিয়ে যাচ্ছে তা তাকে জানতেই হবে। ঠিক সে সময় অভয় এমন এক গোপন কথা জানতে পারে শিরিন যা শুধু তার ঘনিষ্ঠতম এক বন্ধুকেই জানিয়েছে। যে করেই হোক সে এই অতিপ্রাকৃতিক জাল থেকে শিরিনকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। এতে সে নিজেই এক ভয়ানক জালে পড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেথ

১২ ডিসেম্বর, ২০১৬
১ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ