নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রায় দেড় মাস হতে চলল পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাত সফরে ওয়েস্ট ইন্ডিজ। সফরও প্রায় শেষের দিকে। কিন্তু ‘জয়’ নামক শব্দটার সাথে এখনো পরিচয় হয়নি ক্যারিবিয়দের। শারজায় সিরিজের শেষ টেস্টে পাকিস্তানকে ২৮১ রানে গুঁটিয়ে দিয়েও নিজেদের শুরুটা হল যাচ্ছে তাইÑ লাঞ্চের আগে ৩৮ রানে নেই ৩ উইকেট। বিরতি থেকে ফিরে কিছুক্ষণ পরেই তা হয়ে গেল ৪ উইকেটে ৬৪। শেষ সেশনে তারা হারায় আরো ২ উইকেট। তবে অপর প্রান্তে হোল্ডার বাহিনীর আস্থার প্রতীক হয়ে ছিলেন ক্রেগ ব্রেথওয়েট। ক্যারিয়ারের পঞ্চম শতক থেকে ৫ রান দূরে দাঁড়িয়ে এই উদ্বোধনী ব্যাটসম্যান। দিন শেষে মাত্র ৩৭ রান পিছিয়ে তারা।
এর আগে দলীয় ২৫৫ রান আর হাতে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাক বাহিনী। ৮ ওভারে ২৬ রান যোগ করে আলজারি জোসেপের একই ওভারে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মাদ আমির (২০) ও ইয়াসির শাহ (১২)। জবাবে বল হাতে পাকিস্তানের শুরুটাও ছিল দুর্দান্ত। দলীয় ৬ রানে লিওন জনসনকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন ওহাব রিয়াজ। দ্রæতই ফেরান ব্রাভো-স্যামুয়েল-বø্যাকউডদেরও। কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে রস্টন চেইজ (৫০) ও শেন ডরিচকে (৪৭) নিয়ে দুটি ৮৩ রানের জুটি উপহার দেন ব্রেথওয়েট। অধিনায়ক জেসন হোল্ডারের সাথে আজ আবার মাঠে নামবেন ডানহাতি ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৮১ (সামি আসলাম ৭৪, ইউনিস ৫১, মিসবাহ ৫৩, সরফরাজ ৫১; গ্যব্রিয়েল ৩/৫৮, বিশু ৪/৭৪, জোসেপ ২/৫৭)।
উইন্ডিজ : ২৪৪/৬ ব্রেথওয়েট ৯৫*, চেইজ ৫০, ডরিচ ৪৭; আমির ২/৪৪, ওহাব ২/৬৫)।
দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।