Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুকুশিমার তেজস্ক্রিয়তায় ১৬ শিশু ক্যান্সার আক্রান্ত

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের ফুকুশিমা প্রদেশ সরকারের এক পর্যবেক্ষণ দল জানিয়েছে যে, তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে ১৬ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এছাড়া, একই ধরনের রোগে আক্রান্ত হয়েছে আরও ৩৫ শিশু। দলটির প্রধান এবং ফুকুশিমা মেডিকেল অ্যাসোসিয়শনের সদস্য হকুতো হুসি বলেন, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট সুনামির পর থেকে আমরা ওই এলাকার শিশুদের ওপর জরিপ চালাই। একইসঙ্গে পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। প্রতিনিয়ত প্রায় তিন লাখ শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫১ জনের দেহে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। এদের মধ্যে ১৬ শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। গত বছর অক্টোবরে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মী। এনএইচকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুকুশিমার তেজস্ক্রিয়তায় ১৬ শিশু ক্যান্সার আক্রান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ