Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি নিয়োগ : ওবামার বিরুদ্ধে একাট্টা হচ্ছে রিপাবলিকানরা

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুপ্রিমকোর্টে নতুন বিচারপতি নিয়োগ নিয়ে সরগরম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। প্রেসিডেন্ট বারাক ওবামা যাতে শিগগিরই বিচারপতি আনতনিন স্কালিয়ার উত্তরসূরি নিয়োগ করতে না পারেন সেজন্য শক্তিশালী অবস্থান নিয়ে একজোট হচ্ছে রিপাবলিকান শিবির। গত শনিবার সুপ্রিমকোর্টের রক্ষণশীল হিসেবে পরিচিত বিচারপতি স্কালিয়ার আকস্মিক মৃত্যুর পর দুই রাজনৈতিক শিবিরে বিতর্ক সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ওবামা শিগগিরই শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে চান। কিন্তু এর বিরোধিতা করছে রিপাবলিকান শিবির। তারা বলছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পরই বিচারপতির শূন্যপদটি পূরণ করা হোক। প্রেসিডেন্ট ওবামা বলছেন, বিচারপতি নিয়োগ কোনো দলের বিষয় নয়। নির্দিষ্ট সময়ে শূন্যপদে একজনকে নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব। রিপাবলিকানরা চায়, রক্ষণশীল ধারার কেউ শূন্য পদে আসুক। কিন্তু ওবামা এ পদে উদারনৈতিক বা মধ্যপন্থি কোনও বিচারপতিকে মনোনয়ন দিতে পারেন এ আশঙ্কায় রিপাবলিকানরা তাকে ঠেকাতে চাইছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি নিয়োগ : ওবামার বিরুদ্ধে একাট্টা হচ্ছে রিপাবলিকানরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ