Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না : শেরিফা কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৮:৩৬ পিএম

দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের। তিনি বলেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি আন্দোলন করছে।

আজ রবিবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিংয়ে এসব কথা বলেন তিনি। সংরক্ষিত এই সংসদ সদস্য বলেন, আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন বলে উল্লেখ করে শেরিফা কাদের বলেন, প্রতিদিনই দু’একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। অথচ মানুষের আয় বাড়ছে না। প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে।

সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে বলে দাবি করে শেরিফা কাদের বলেন, এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন মুকুল প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরিফা কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ