Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বন্দরে ঐতিহাসিক জশনে জুলুছে

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১:১০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শনিবার পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে ঐতিহাসিক জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়। প্রতি বছরের মতো এবারও বন্দরের মদনগঞ্জ বটতলা (আসাদ প্রধানের চেম্বার) হতে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে ঐতিহাসিক কদমরসূল দরগাহ শরিফ প্রাঙ্গণে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়। বিপুল সংখ্যক মুসল্লিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ এতে অংশ গ্রহণ করেন। পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রায় নেতৃত্ব দেন পীরে তরিকত রহনুমায়ের শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ¦ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা. জি. আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী। জুলুস মোবারককে কেন্দ্র করে বন্দরের প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট ও মাইকে প্রচারণাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। শোভাযাত্রাকালে বিভিন্নস্থানে ফুল ছিটিয়ে এবং জুলুসে নেতৃত্বদানকারী আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এর মধ্যে মদনগঞ্জে মাসুদুর রহমান মাসুদ, ফয়সাল মো: সাগরের পক্ষে আমির হোসেন, মাহমুদ নগর এলাকায় হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সিএসডি এলাকায় নুরুল ইসলাম টেলু, পৌরসভা মোড় এলাকায় তোফাজ্জল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ