Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ আড়ৎকে জনিমানা

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১:৪৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে তিন চালের দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মো: ইব্রাহিম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন চালের দোকানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে চাল বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাদিয়া রাইস এজেন্সীকে ১০ হাজার, নিঝুম রাইস এজেন্সীকে ১০ হাজার, সোনারগাঁ খাদ্য ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের জিডিএ আরিফুর রহমান, ঝর্না আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ