Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে অবশেষে পৌর বাস টার্মিনালের কার্যক্রম শুরু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৮:২০ পিএম

চট্টগ্রাম সীতাকুণ্ডে অবশেষে অনেক প্রতীক্ষিত পৌর বাস টার্মিনাল (প্রস্তাবিত) উদ্বোধন ঘোষণার মধ্যে দিয়ে নতুন বাস টার্মিনালের কার্যক্রম শুরু হয়েছে।( ১৫ অক্টোবর) শনিবার বিকাল ৫ টায় পৌরসদর উত্তর বাজার টার্মিনালের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিল শফিউল আলম চৌধুরী মুরাদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখন,
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড থানার নবাগত ওসি তোফায়েল আহমেদ,সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন,
পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।
পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠানে বক্তারা বলেন পৌরসভা এলাকায় নতুন বাস টার্মিনাল নির্মাণের হওয়ায় পৌরসভা বাজার এলাকায় যানজট থেকে সাধারণ জণগন রক্ষা পাবে এবং উপকৃত হবে। তারিখঃ-১৫/১০/২০২২ শেখ সালাউদ্দিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্যক্রম শুরু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ