পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : চলতি বন্যায় কার্যক্রম দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যার্ত মানুষের সহায়তায় আশার পক্ষ থেকে জরুরি ঔষধ ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যμমের মধ্যে রয়েছে, শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, চর্মরোগের ঔষধ বিতরণ ও নলকূপ স্থাপন। ইতোমধ্যে জামালপুর ও লালমনিরহাট জেলায় পাঁচ লাখ টাকা মূল্যের শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি-বিশুদ্ধকরণ বড়ি প্রেরণ করা হয়েছে। অন্যান্য বন্যা কার্যক্রম জেলার মানুষের জন্য জরুরীভিত্তিতে ত্রাণ সহায়তা প্রেরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের আশার কেন্দ্রীয় কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশার বন্যা ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।