বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের গফরগাঁওয়ে মানহানি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি কামরুজ্জামান লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার সকালে তাকে ময়মনসিংহ জেলা জজ আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব হোসেন।
পুলিশ জানায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে চলতি বছরের ৩১ মার্চ দৈনিক দিনকালে ব্যবসায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করে স্থানীয় প্রতিনিধি লিটন।
এ ঘটনায় গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাদি হয়ে কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে ময়মনসিংহের সিভিল আদালতে ফৌজদারী ও মানহানি আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
পরে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুক্রবার সন্ধায় পৌর শহরের গো-হাটা এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।