Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের কুলখানি অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত শুক্রবার শ্রীপুরের মাধবপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হকের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ জুমা গ্রামের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে গ্রামের জনগণ গণভোজে অংশ নেয়। বিকেলে বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন সরফুজ উদ্দিন। বক্তৃতা করেন আজিজুল হক সুলতান, শহিদুল্লাহ, আতিকুল্লাহ, আমান উল্লাহ, বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. শরীফ নাজমুন্নাহার, সবুজ ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলী। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজুল হক ওরফে ফিরুজ গত ২৮ নভেম্বর ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ২৯ নভেম্বর নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক তৎকালীন পাকিস্তান রাইফেল্স’র যোগদান করেন। ১৯৭১ সালে তিনি ইপিআর সদস্য হিসেবে প্রথম প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মরহুম মুক্তিযোদ্ধা সিরাজুল হক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলীর চাচা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ