Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি জাতীয়করণ দাবিতে ডাক কর্মচারী সমাবেশ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : চাকরি জাতীয়করণ, ডাক ব্যবস্থা আধুনিকায়ন করা ও রেশন ব্যবস্থা চালুর দাবিতে শনিবার দুপুর ১২টায় গাইবান্ধা প্রধান ডাকঘর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রংপুরের পীরগঞ্জের শাখা পোস্ট মাস্টার আব্দুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সুশীল কুমার ঘোষ, নাটোর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মুকুল হোসেন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী শেখ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক প্রমুখ। সমাবেশে গাইবান্ধার শাখা পোস্ট মাস্টার, রার্নার ও পোস্টম্যানরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ডাক বিভাগ থেকে রাজস্ব আয় হলেও, গাইবান্ধায় ১১২ টি শাখা ডাকঘরের মধ্যে নিজস্ব কার্যালয় নেই ১০৪টি ডাকঘরের। ডাক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ডাক বিভাগ ও কর্মচারীদের উন্নয়নে অতিদ্রæত পদক্ষেপ নেয়া জরুরি। এছাড়া ডাক ব্যবস্থার উন্নয়নসহ শাখা পোস্ট মাস্টার ও গ্রামীণ ডাক রানারদের চাকরি জাতীয়করণ, ডাক ব্যবস্থার আধুনিকায়ন ও রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান এই নেতারা। শেষে রবিউল ইসলামকে সভাপতি ও সুকুমার চন্দ্র মোদককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ