প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১. স্মাইল। ২. লাইল, লাইল ক্রকোডাইল। ৩. অ্যামস্টারড্যাম।
৪. দ্য ওম্যান কিং। ৫. ডোন্ট ওরি ডার্লিং
স্পেক অ্যান্ড গর্ডন (উইল স্পেক এবং জশ গর্ডন) পরিচালিত লাইভ-অ্যাকশন/এনিমেটেড ফ্যামিলি কমেডি ফিল্ম। ‘ব্লেডস অফ গ্লোরি’ (২০০৭), ‘দ্য সুইচ’ (২০১০), ‘দ্য পাওয়ার ইনসাইড’ (২০১৩) এবং ‘অফিস ক্রিসমাস পার্টি’ (২০১৬) স্পেক অ্যান্ড গর্ডন পরিচালিত ফিল্ম। বার্নার্ড ওয়েবারের জনপ্রিয় বেস্ট-সেলিং সিরিজ অবলম্বনে ফিল্মটি নির্মিত। প্রিম পরিবার (কনস্ট্যান্স উ, স্কট ম্যাকনেয়ারি) নিউ ইয়র্ক শহরে এসে বাস শুরু করে। তাদের ছেলে জশের (উইনস্লো ফেগলি) স্কুলে খাপ খাইয়ে নিতে বা নতুন বন্ধু তৈরিতে খুব সমস্যা হয়। তবে তা বেশি দিনের জন্য নয়, গাইয়ে কুমীর লাইলের (ভয়েস : শন মেন্ডিজ) সঙ্গে পরিচয় হলে সব বদলে যায়। বাড়ির চিলেকোঠায় থাকে লাইল, গোসল করতে আর ক্যাভিয়ার খেতে ভালবাসে, সবচেয়ে বেশি ভালবাসে জনপ্রিয় ক্লাসিক গান। দ্রুত বন্ধুতে পরিণত হয় দুটিতে। কিন্তু লাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যখন পড়শি মি. গ্রাম্পস লাইলের পিছে লাগে। প্রিম পরিবার লাইলের মালিক হেক্টর পি. ভ্যালেন্টির (হাভিয়ের বারদেম) সঙ্গে হাত মেলায়; তারা প্রমাণ করবে বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন একটি গাইয়ে কুমীরকে রক্ষা করার জন্য পরিবারের সবাইকে এক থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।