Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ- মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৮:০৯ পিএম

নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার(১৩ অক্টোবর) ঠাকুরগাঁও কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল জানান, এবার একটি জাতীয় সংসদের উপনির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারনে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হোলো যে দলিয় সরকারের অধীনে কোনো নির্বাচনি সুষ্ঠ সম্ভব নয়।

একর মদ্য দিয়ে আরও এটি বার্তা আসলো, নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্রগ্রামের ১২ অক্টোবরের আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন গুরুত্বপূর্ণ। প্রতিবিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুতই এই সরকার পদত্যাগ করতে বাধ্যহবে।

উক্ত মতবিনিময় সভায় জেলা ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সহ-সভাপতি নুর করিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ