Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বন্যা দুর্গতদের বাসে আগুন, ১৮ জন পুড়ে ছাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১০:১৭ এএম

পাকিস্তানে একটি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, দক্ষিণ পাকিস্তানে আগুন লাগা বাসটিতে বন্যা দুর্গতরা বাড়ি ফিরছিলেন। গত বুধবার রাতে করাচির বন্দর শহরকে হায়দ্রাবাদ এবং সিন্ধু প্রদেশের জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এ ঘটনা ঘটে। খবর জিও টিভির
সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৮ জন যাত্রী মারা গেছে। ১০ জন আহত হয়েছে যাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে। বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।'
জামশোর জেলা কমিশনার আসিফ জামিল রয়টার্সকে বলেছেন, 'যারা বাসে ভ্রমণ করছিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা মোটরওয়ে থেকে দূরে কোথাও স্থানান্তরিত হয়েছিল এবং দাদু জেলায় বাড়ি ফিরছিল।'
কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে যে, বাসের পিছনের অংশে আগুন ছড়িয়ে পরে পুরো বাসটিকে গ্রাস করে।
আগুন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেন কয়েকজন যাত্রী। সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।
২০ আগস্টে মুলতান দক্ষিণ পাঞ্জাবের মোটরওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত গতি, দুর্বল সড়ক অবকাঠামো এবং অযোগ্য যানবাহনের কারণে এসব দুর্ঘটনা বেশি ঘটে। সূত্র : জিও টিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ