পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতমুখী প্রচন্ড ‘ভারদাহ’
চট্টগ্রাম ব্যুরো : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ‘ভারদাহ’ গতকাল (শনিবার) প্রচন্ড সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি দক্ষিণ ভারতের অন্ধ্র উপকূলের দিকে গতিপথ বজায় রেখে ধাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ কেটে যাবার পর বাংলাদেশ ও আশপাশ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এমনটি জানায় আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র। এর বর্ধিত প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা গেছে, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে প্রচন্ড ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
‘ভারদাহ’র সর্বশেষ অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১১১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১১০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণে।
ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো ঘনীভূত হতে পারে। এটি আরো পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১৫ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এবং গভীর সমুদ্রে মাছ ধরার সব ট্রলার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর ও সকাল অবধি দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।