Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগ আকৃষ্টে তুলে ধরা হলো ইরানের ৪৯টি ন্যানোপণ্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৬:৫০ পিএম

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বৃহৎ পরিসরে উৎপাদন করতে দেশীয়ভাবে তৈরি প্রায় ৪৯টি ন্যানোপণ্য তুলে ধরল ইরান। ১৩তম আন্তর্জাতিক ন্যানোটেকনোলজি ফেস্টিভ্যাল এবং প্রদর্শনীতে পণ্যগুলি দেখানো হয়।

তেহরানে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্টার্টআপ পণ্য উপস্থাপনের লক্ষ্যে প্রদর্শনীতে ন্যানো স্টার্টআপ প্রোগ্রামের আয়োজন করা হয়। ন্যানো স্টার্টআপ বুথে ৪০টি স্টার্টআপ ১০০টিরও বেশি প্রযুক্তিগত পণ্য প্রদর্শন করে।

এছাড়াও, প্রদর্শনীতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং ব্যাপক উৎপাদনের মাধ্যমে শিল্পের চাহিদা মেটাতে ৪৯টি দেশীয় পণ্য প্রদর্শন করা হয়।

ভারত, সিরিয়া, মেক্সিকো, চীন, মালয়েশিয়া, ইথিওপিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইরাক এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

প্রদর্শনীতে ১৮০টি জ্ঞানভিত্তিক কোম্পানির সহস্রাধিক দেশীয় পণ্য প্রদর্শিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যানোপণ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ