Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫১৬ কোটি টাকায় বিক্রি গোলাপি হীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

হংকংয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্বরেকর্ড গড়া দামে বিক্রি হলো বিরল গোলাপি রঙের একটি হীরা। এদিন ১১ দশমিক ১৫ ক্যারেটের হীরাটির দাম উঠেছে ৪ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫১৬ কোটি টাকার বেশি। শুক্রবার এ নিলাম পরিচালনা করে সোথবি’স হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিংক স্টার নামের হীরাটি ২ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি। এই হীরার নামকরণ হয়েছে দুটি ঐতিহাসিক হীরার নামে। প্রথমটি হলো ২৩ দশমিক ৬০ ক্যারেটের উইলিয়ামসন হীরা। এটি ১৯৪৭ সালে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে তার বিয়ের সময় উপহার দেওয়া হয়েছিল। দ্বিতীয়টি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিংক স্টার হীরা। ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লাখ ডলারে বিক্রি হয়েছিল এটি। গোলাপি রঙের হীরা খুবই বিরল এবং রঙিন হীরাগুলোর মধ্যে সবচেয়ে দামী। আর উইলিয়ামসন পিংক স্টার হলো নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হীরা। সেভেনটি সেভেন ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস করমিন্ড বলেন, আপনি যখন রানি এলিজাবেথের সঙ্গে একটি লোভনীয় যোগসূত্র বিবেচনা করেন, সঙ্গে গোলাপি হীরার ক্রমবর্ধমান দুষ্প্রাপ্যতার কারণে এর ক্রমবর্ধমান দাম এবং একটি অস্থিতিশীল বিশ্ব অর্থনীতির পটভূমিতে এই হীরাটি সঠিক ব্যক্তির কাছে অপ্রতিরোধ্য প্রস্তাব হিসেবে প্রমাণিত হতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫১৬ কোটি টাকায় বিক্রি গোলাপি হীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ