Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার ইউক্রেনের পুনরুদ্ধার করা শহরে গণকবরের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১১:৫৫ এএম

রুশ বাহিনীকে হটিয়ে ইউক্রেনের পুনরুদ্ধার করা লিম্যান শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এ কথা জানান।

তবে, সেখানকার ওই গণকবরটিতে মোট কয়টি লাশ পাওয়া গেছে তা জানা যায়নি। খবর আলজাজিরার।
রুশ বাহিনী চলে যাওয়ার পর লিম্যানের ওই গণকবরের সন্ধান পায় ইউক্রেনের সেনারা। এতে ইউক্রেনের সেনা সদস্য ছাড়াও বেসামরিক লোকজনের মরদেহও পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন।
তবে একজন পুলিশ কর্মকর্তার উদৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত গণকবরটি থেকে ১৮০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শিশুদের মরদেহও রয়েছে।
এ গণহত্যার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করেছে। তবে, মস্কো বরাবরই কিয়েভের এ অভিযোগ অস্বীকার করে আসছে।
গত মাসে রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের পুনরুদ্ধার করা উত্তর-পূর্বঞ্চলীয় শহর ইজিয়ামেও গণকবরের সন্ধান পাওয়া যায়।
সেখানে ৪৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। লাশগুলোতে নির্যাতনের চিহ্ন দেখে বুঝা গেছে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ