Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মার্কিন মন্ত্রীর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১১:১৩ এএম

বাংলাদেশে মানবাধিকার; অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি দেশটির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন দেশটির একজন প্রভাবশালী মন্ত্রী।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে উপ পররাষ্ট্রমন্ত্রী (ডেপুটি সেক্রেটারি অফ স্টেট) ওয়েন্ডি শারম্যান নিজ দেশের এমন অবস্থানের কথা আবারো স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

ওই বৈঠকের পর স্টেট ডিপার্টমেন্ট প্রদত্ত এক বিবৃতিতে নেড প্রাইস বলেন-

"ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শারম্যান আজ (যুক্তরাষ্ট্র সময় ৭ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেছেন।

গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে নিহত তিন বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীর প্রতি সমবেদনা জানান ডেপুটি সেক্রেটারি। রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডেপুটি সেক্রেটারি। আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করার সময়ে ডেপুটি সেক্রেটারি এবং প্রতিমন্ত্রী আলম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। (বাংলাদেশে) মানবাধিকার প্রচার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ডেপুটি সেক্রেটারি।"

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ