মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গুরুতর অসদাচরণের দায়ে যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে। বার্মিংহামে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সম্মেলনে একটি অসদাচরণের ঘটনায় তাকে বরখাস্ত করা হলো। একই সঙ্গে কনজারভেটিভ হুইপের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় ডাউনিং স্ট্রিট বলেছে, প্রধানমন্ত্রী অভিযোগ সম্পর্কে জানার পর সরাসরি ব্যবস্থা নিয়েছে।
এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রিসভার সদস্যদের আচরণ শোভন ও মানসম্মত হওয়া বাঞ্চণীয়।
মুখপাত্র বলেন, গুরুতর অসদাচরণের অভিযোগ পাওয়ার পর এমপি কনর বার্নসকে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১০ সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছেন কনর বার্নস। তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অধীনেও মন্ত্রী হিসেবে কাজ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।