Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো একসাথে গাইলেন বাপ্পা ও মুন্নি

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নি। একটি দেশের গানে তারা দুজন কণ্ঠ দিয়েছেন। বিজয় বলতে ষোলই ডিসেম্বর শিরোনামে গানটির কথা লিখেছেন সহিদ রাহমান, সুর দিয়েছেন উদয় বন্দ্যোপাধ্যায়। গানটির মূল কথা বাঙালির বিজয়নির্ভর হলেও এতে আরও উঠে এসেছে ভাষা আন্দোলন, স্বাধীনতায় বঙ্গবন্ধুর ভ‚মিকা, শহীদদের প্রতি বাঙালির ঋণ, বর্তমান সময়ের সংকট ও তা অতিক্রম করার আহŸান। বিজয়ের মাসে প্রকাশের লক্ষ্যেই গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীনা। বাপ্পা বলেন, আমরা দেশকে ভালোবাসি সব মাসে, সমানভাবে। তবে ডিসেম্বরেই যেহেতু আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, তাই এই মাসে দেশত্মবোধের চেতনা বেশি কাজ করে সবার মাঝে। এমন একটি উপযুক্ত সময়ে ভক্তদের দারুণ কথার একটি গান উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। দিনাত জাহান মুন্নি বলেন, গানটিতে সহজ কথায় চমৎকারভাবে দেশের প্রতি ভালোবাসার কথা উঠে এসেছে। চেষ্টা করেছি, গায়কিতেও যেন সেই দেশপ্রেমের আবেদনটি থাকে। আশা করি, সবার ভালো লাগবে। শুধু অডিও নয়, এরইমধ্যে তৈরি হয়েছে গানটির ভিডিও। বিজয় দিবস থেকে দেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলে ভিডিওটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ