Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিক স্বার্থবিরোধী অ্যান্ড্রু পুডজার হলেন শ্রমমন্ত্রী

ট্রাম্পের বিতর্কিত মন্ত্রিসভায় বিতর্কিত নাম বাড়ছে

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্ত্রিসভার তালিকায় যুক্ত হলো আরেক বিতর্কিত নাম। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিরোধিতাকারী ব্যবসায়ী অ্যান্ড্রু পুজডারকে শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি বিবৃতি প্রকাশ করেছে তার অন্তর্বর্তী দল। সে বিবৃতিতে অ্যান্ড্রু পুজডারকে শ্রমিকবান্ধব হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, শ্রমিকদের হয়ে তার লড়াইয়ের রেকর্ড রয়েছে। পুজডার শ্রমিকদের জীবনকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করবেন বলেও উল্লেখ করা হয় সেখানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সি কে ই রেস্টুরেন্টস-এর প্রধান নির্বাহী পুজডার প্রায়ই দাবি করে থাকেন যে ন্যূনতম মজুরির হার বেশি হলে তা কাজের ক্ষেত্র কমাবে, চাকরি নষ্ট করবে। ৪০ লাখেরও বেশি মার্কিন শ্রমিকের ওভারটাইম-এর টাকা বাড়ানোর লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের আরোপ করা একটি নতুন নিয়মেরও সমালোচনা করেন তিনি। ফাস্টফুড কর্মীদের মজুরি দ্বিগুণ করে ন্যূনতম ১৫ ডলার নির্ধারণ করার জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন চলছে তাও প্রত্যাখ্যান করেছেন অ্যান্ড্রু পুজডার। কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মজুরির বিষয়টিও শ্রম মন্ত্রণালয় দেখে দেখভাল করা হয়ে থাকে। অথচ সে শ্রম মন্ত্রণালয়ের জন্যই বিতর্কিত অ্যান্ড্রু পুজডারকে বেছে নিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, যেসব অপ্রয়োজনীয় নীতিমালা কাজের ক্ষেত্র কমাচ্ছে এবং মজুরি দমিয়ে রাখছে সেগুলো থেকে ছোট ছোট ব্যবসা ক্ষেত্রগুলোকে তিনি (পুজডার) বাঁচাবেন। একই বিবৃতিতে পুজডার বলেন, যথাযথভাবে নেওয়া সরকারি নীতিমালা মার্কিন শ্রমিকদের জন্য আরও কাজের ক্ষেত্র এবং অপেক্ষাকৃত ভালো মজুরি তৈরি করবে।  এপি, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ