Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীরচর্চা করতে গিয়ে সালমানের বডি ডাবলের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১:৪৩ পিএম

বলিউড সুপারস্টার সালমান খানের বডি ডাবল সাগর পান্ডে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জিমে শরীরচর্চা করতে গিয়ে হার্ট অ্যাটাক হয় সাগরের। এরপর তাকে মুম্বাইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এদিকে সাগরের অকালে চলে যাওয়ায় শোক জ্ঞাপন করেছেন সালমান খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দু’জনের একটি ছবি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘আমার পাশে থাকার জন্য মন থেকে শুকরিয়া জানাচ্ছি। ভাই সাগর, তোমার আত্মার শান্তি কামনা করি।’

সালমান খানের সঙ্গে ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন সাগর পান্ডে। ‘বজরঙ্গি ভাইজান’ ‘টিউবলাইট’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’, ‘দাবাং টু’ প্রভৃতি সিনেমায় সালমানের বডি ডাবল হয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন শো-তেও অংশ নিতেন সাগর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ